ফাগুন হাওয়ায় (২৭৯০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০২-২০২৫
=====================
বসন্তে অনুরাগের ছোঁয়া লেগে
উতলা মন ফাগুন হাওয়ায়,
সবার উষ্ণ মনে লাগছে আগুন
দেয়না ধরা চাওয়া পাওয়ায়।

সুখ বসন্তের আমের বাগানে
মনের পাখি বেড়ায় উড়ে,
অন্তর চায় হাতে গোলাপ নিতে
আমার প্রিয়া থাকে দূরে ।

রঙ ধরেছে শিমুল পলাশ বনে
আম বনেতে ফুলের হাসি,
ভোমরা নাচে ফুলের মুকুলে
প্রিয়ার সাথে পাশাপাশি ।

হলুদ গাঁদা হিংসায় জ্বলছে
পলাশ শিমুল ফুলের সনে
প্রেমের জালে আটকা পরবে
এই  ফাগুনে প্রিয়ার সনে।

বসন্তের ওই ফুল বাজারে
নানা ফুলের নানান ডালা,
কেউ কিনে নেয় কেউ দেখে
প্রিয়ার হাতে ফুলের মালা ।