ফেইস বুকের প্রেম (২৫৪৭ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২৫-০৬-২০২৪ ইং
=========================
চেনা জানা দেখাশুনা কোনটাই নাই
ফেইজ বুকে হঠাৎ করে পরিচয় পাই,
ম্যাসেঞ্জারে ইমুতে হয় হায় হ্যালো
ভালো যদি বাস ওয়াটএ্যাপে বলো।
এ যুগে লজ্জা শরমের ভালাই নাই
আধুনিক যুগের মেশিনে বলতে চাই,
আবেগের লোভে পরে হায় হ্যালো লিখি
মুর্খ হয়ে ফেইজবুকে ভালোবাসা শিখি।
লিখতে লিখতে অভ্যাসে,পরে হয় প্রেম
আবাল বৃদ্ধ বনিতা খেলে নাকি গেম।
ফেইবুকে ষোড়শীর প্রেমে পড়ে দাদু
বুঝি না অচেনা ছুরি কি দেখাইল যাদু।
পাগল পাড়া দাদি ছাড়া মত্ত ছুরির জন্য
অর্থ সম্পদ নষ্ট করে ছুরির প্রেমে ধন্য।
ছুরি পাগল ছোরার জন্য বিয়া করার লাই
সব ছাড়িয়া উঠে ছুরি,ছোরার বাড়ি তাই।
গিয়ে দেখে তার নায়ক যে অঙ্গ প্রতিবন্ধী
হাত মারে কপালেতে ভাঙ্গে সকল সন্ধি।
কেহ আবার অনশনে মৃত্যুর ভয় দেখায়
জেলের ভাত খাওয়াবে এই বলে সাশায়।
মান সম্মানের হানি হয় মোবাইল প্রেমে
এ সব নিয়ে ভাইরাল যতসব গাঁও গ্রামে।