এই তো জীবন (২৩৬৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-১২-২০২৩ ইং
**************************
ভালো লাগে না কোন কিছু
সব লাগে ফাঁকা ,
জীবন সৈকতে দাঁড়িয়ে আছি
আমি শুধু একা ।
একে একে চলে গেছে
ছিল যারা সাথে ,
জীবন পথের সাথী হয়ে
হাত রেখে হাতে ।
মুছে গেছে জীবন থেকে
যত স্বপ্ন আশা,
আমায় ছেড়ে চলে গেছে
প্রাণের ভালোবাসা ।
সাঁঝের বাতি নিভে গেছে
হঠাৎ আসা ঝড়ে ,
আলো হীন মোর জীবন
শুধু কেঁদে মরে ।
ব্যর্থতা আর হতাশা নিয়ে
আছি আমি পরে,
বিচ্ছেদের বেদনায় দিবা নিশি
অন্তর থাকে ভরে ।
দুঃখের স্মৃতি পাথেয় করে
জীবন নাহি চলে,
নিঃসঙ্গতা জীবনের অভিশাপ
জ্ঞানী লোকে বলে ।