এই লজ্জা কার?(২৫১৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৫-২০২৪ ইং
===================
এই লজ্জা কি তৃণমূল নিবে
নাকি নেতারা নিবে?
এই লজ্জার ভারী বোঝাটি
কার কাঁধে তুলে দিবে?

কাঁদা ছোঁড়াছুড়ি কে করছে
কে নিবে তার দায়?
এই কষ্টের ভারী বহন কেন
তৃণমূলের মাথায়?

ক্ষমতায় টিকে থাকার তরে
কে করেছিল ছক?
কালো ছকটির অপব্যবহারে
নিবে কি তুমি ঠক?

কাকে তুমি ঠঁকিয়ে এসেছো
কেন বাপুরে ঠঁকালে?
তোমার কি বিবেকে বাঁধেনি
তাকে কোথায় ঠেকালে?

আজীবন তাকেই মেনে এসেছে
তাকেই তো মানলে?
দাদো সরল পেয়ে সরল বিশ্বাসে
দুটি বিপদ কেন হানলে?

আপনার অপকৌশলের বলিদানে
কেন দিলে লজ্জার সাজা?
সাজার বোঝা কি আপনার মাথে
হইবে না,বড় ধরনের বোঝা।