এমন তো চাইনি (২৭১২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-১২-২০২৪ ইং
=====================
আমরা চাইনি এমন স্বাধীনতা
চাইনি অতিষ্ঠের দেশ,
জীবন যাত্রায় নিত্য পণ্য কিনে
দিনে দিনে হবো শেষ।
হায়রে এটা কেমন যে স্বাধীনতা
যেথায় বাঁচার উপায় নাই ?
নতুন স্বাধীনতার পদক ঝুলিয়ে
আজ কি লাভ আছে ভাই?
যেখানে শ্রমের কোন মূল্য নেই
দ্রব্যের ঊর্ধ্বগতি দাম,
সামান্য টাকা নিয়ে বাজারে গেলে
কেনার ক্ষোভে ঝরে ঘাম।
আজ গরীব দু:খী মনের গোস্বায়
বলে টাকা পাবো কই,
পেটের জ্বালায় গাধার মত খেঁটে
আজ অনাহারেই রই।
রোদে বৃষ্টিতে কষ্টে ঘাম ঝরিয়ে
কৃষক ফসলের করে চাষ,
বিক্রির সময় সঠিক দাম পাইনা
পাই আইক্কা আলা বাঁশ।