একুশ আমার চেতনা  (২৪২২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০২-২০২৪ ইং তাং
=======================
জন্মেছি মা এই বাংলাতে
বাংলা আমার ভাষা,
মা,মনের কথা প্রকাশ করে
পুরাই মনের আশা।

পাক নেতা কায়েদে আজম
বাংলা ভাষা কেড়ে নিয়ে,
সেদিন উর্দু ভাষা জোর করে
বাঙ্গালিদের চাপিয়ে দিয়ে।

রাজপথে রক্তক্ষয়ী যুদ্ধ করে
বাংলা ভাষা ফিরে পেল,
ওই মুখ্যমন্ত্রীর কালো আদেশে
কত প্রাণ গুলিতে নিলো।

সালাম,বরকত,রফিক,শফিক
মায়ের ভাষা রক্ষার জন্য,
জীবন দিয়ে ভাষার প্রতিষ্ঠায়
ওরা শহীদ হয়েও  ধন্য।