একটু অনুভুতি (২৩৬৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-১২-২০২৩ ইং
=================
অনেক হলো সাধের আবাদ
কতক স্বপ্নে মোক্ষস্নান,
আর কতো মন ছুটবি ওরে
চড়ে মাটির দেহের বাহন।
পড়ে রইবে সব বাড়ি-গাড়ি
টাকা-পয়সা প্রসাধন,
ওই ইরেজারে মুছতে হবে
অলৌকিক স্বপ্ন বাঁধন।
কোথা যাবে স্বপ্ন আর বাসনা?
যাবে ওই আরাম আয়েস,
মিলবে নাকো সদ্য দিনরাতে
পৌষের পিঠাপুলি পায়েস।
আত্মীয় স্বজন বিদায় জানাবে
ভীষণ তাড়াহুড়া করে,
শূন্যের উপর চড়াইয়া তোমায়
নিয়ে যাবে আসল ঘরে।
সময় থাকতে টিকিটবুকিং করো
শেষ হয়ে যাচ্ছে রাতবেলা,
দুই দিনের এই সুন্দর পৃথিবীতে
বিদায়ের পর শুরু খেলা।
সামানা লও গাড়ী বোঝাই করে
প্রয়োজনও লাগতে পারে,
বিদপদের সময় কি দেখাইবে?
কোন ঘুষ দিবে না তারে।