একটু অনুধাবন করি (২৫৪৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৬-২০২৪ ইং
*********************-
মানুষ সত্যের উপর টিকে থাকা বড় কঠিন কাজ
অসত্য  ও অভিনয় দেখায় নিজের মায়ার সাজ।
আমিষ প্রোটিন ভিটামিনের কাজ কি বুঝা সোজা
মদের কাজ সাথে সাথে খাওয়ার পরে যায় বুঝা।
যত্তসব মিথ্যচার ফলাও করে ভাব প্রতিষ্ঠা দেখায়
সত্য কথা প্রতিষ্ঠা করতে অনেক কষ্ট শ্রম ব্যয় হয়।
মানুষ পরের জন্য কিছু করে না নিজের জন্য সব
ভালো কাজের ভালো ফসল অনুভবেই পরাভাব।
পরের জন্য উপকার করলে মিডিয়ায় প্রচার করে
প্রচার করার কি দরকার আছে থাকুক না অন্তরে।
বয়সে স্বাস্থ্য বাড়ে স্বাস্থ্য কমে সদয় ঘটে কত ক্রিয়া
মনটা বড় মনটা ছোট জীবনে নানা পরিস্থিতি নিয়া।
শরীর মনের সংমিশ্রণে ধাপে ধাপে সদয় বদল ঘটে
এক ভাবে রাখা কষ্টসাধ্য সব থাকেনা মানস পটে।
মানুষ দেখছো তুমি আসা যাওয়া সবের ক্ষেত্রে এক
সমান উদ্দেশ্য আসা যাওয়া মনের চক্ষু দিয়ে দেখ।
যেই মান সম্মানে বসত করো নিজের উদ্দেশ্য সব
যাহা নিজের জন্য করে যাচ্ছো শুধু তোমারই ভৈবব।
এমনই যাহার চিন্তা ভাবনা আজ হলো যে প্রতিষ্ঠিত
ভূত ভবিষ্যৎ বর্তমান আজ তাহার ফসলেই বিধিত।