একটু ফিরে দেখি (২৩৩৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-১১-২০২৩ ইং
************************
যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী
মেয়ের বিয়ের বেলায়,
ছেলে খুঁজে না বিত্তশালী খুঁজে
ছেলে খুঁজে না হেলায়।
ছেলেটা কেমন ততটা ভাবে না
ভাবে ছেলের টাকা নিয়ে,
জমিজমা টাকার মালিক থাকলে
মেয়ে তার কাছে দিব বিয়ে।
ছেলেকে নিয়ে মাথা ব্যথা নেই
বিষয় সম্পত্তির মাথা ব্যথা,
ছেলের বাবা যদি ব্যবসায়ী হয়
লাগে না ছেলের শিক্ষা দেখা।
মেয়ে বিয়ে দেয় বিত্তবান দেখে
ছেলের যোগ্যতা খুঁজে না,
ইতিহাস বলে শিল্পপতি যদি হয়
ছেলের নানা দাদা খুঁজে না।
এই থিউরি এখনও চলমান আছে
হয়তো চলবে যুগ যুগ ধরে,
অঢেল টাকা পয়সার মালিক হলে
আরে সরকারি চাকুরী পরে।
ছেলে খুঁজে না ছেলের চাকুরী খুঁজে
বিয়ে দেয় চাকুরির কাছে,
বরের স্বভাব চরিত্র কোন প্রকৃতির
শুধু টাকার গৌরবে নাচে।