একটু আলোর খোঁজে (২৭৯২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০২-২০২৫ ইং
==========================
এক মুঠো আলো ছোঁয়া চেয়েছি সাথে
                বিদিশায় মন-প্রাণ ভরেছে সে পথে।
চির বাস্তবতায় সে আলো দেয়নি সারা
             মিছে মায়ার পরে রয় নিশিতে কাঁড়া।

অন্তরে না জানি কত অনুরাগ ভাসে
              অনুভবে অনুক্ষণে কষ্টে চিত্ত হাসে।
স্বপ্নের হামাগুড়ি মনে ছোঁয়া আসে
              মধুময় সুখী জীবন সহসা ত্রাসে।

পোড়া মন অনুরণন জাগে ক্যানভাসে
              ভরে না আলোর মেলা ভাগ্যাকাশে।
হেরে যায় মনো জগত প্রাণের অবকাশ
              কন্টক জীবনাচার নীলাকাসে ভাস।

মনো মাঝে জেগে উঠে কষ্টের পাহাড়
                ভরে না জীবনের প্রাপ্তির আহার।
ব্যস্তময় জীবনাচার উঠছে সহসায়
                বিদীর্ণ অন্তরের স্ফীতি সমুদয়।

একাকী নীরবে সয়ে সে কষ্টের যন্ত্রনা
              জীবনের ইতিটাণে কথা সয় মন্ত্রনা।
বিবেদের বালাই নেই এই জীবনে
               প্রাণ কাঁদে ব্যথা নিয়ে অনুক্ষনে।

একটুকু আলোর ছোয়া মনে না আসে
             শুধু জীবন কেঁদে যায় স্বপ্ন যে ভাসে।
অপেক্ষায় পথপানে আলো না আসে
             জীবন কাঁদিয়ে যায় আলো না হাসে।