একটু আলো চেয়েছিলাম (২৫৬২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৭-২০২৪ ইং
====================
আজ ভিষণ বড় ইচ্ছে করে
তোমার মন খানা দেখব বলে,
চাঁদের কাছে আলোকরশ্মি চেয়েছিলাম
তোমার মনটা খতিয়ে দেখবো বলে।
চাঁদ,সূর্য, নক্ষত্র, তাঁরার টর্চের কাছেও চেয়েছিল
তারা সবাই মন নয় শরীর খানা দেখিয়েছিল-
দেখিয়েছিল তোমার কাজল কালো হরিন চোখ
দেখিয়েছিল তোমার ঠোঁটে পড়া গোলাপি মুখ
কপালে পরা ছোট্ট লাল গোলাকার টিপ,
কিন্তু আমি দেখেছি তোমার নিখুঁত পরিপাটি লম্বা
চুলে গোলাকার মুড়িয়ে খোঁপায় পড়া জুঁই ফুল।
তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকাতেই দেখি
তোমার হাসি,কান্নার সবটুকু চিরচেনা চাঁদের মত মুখ,
সেদিনের কেনা লিপিস্টিক ও নেইলপালিশের
দেখার স্বাদ, বাদ যায়নি রুপের মাধুর্যে হারিয়ে যাওয়া।
তবে এ সবের মাঝে ডুবে ক্লান্ত আমি শুধু নি:শ্বাস
খুঁজেছি,ভুলে তোমার মন তো খুঁজে নি,তাকে তো
দেখেনি সে কেমন,তাকে ডেকে ডেকে বলা হয় নি আয়
কাছে বোস তোকে ছুঁয়ে ছুঁয়ে দেখি যতন করে।
তুমি বহুবার বলেছিলে,তোমার মনের কোণে তুমি
রেখেছো সাগর সলিল,রেখেছো সবুজে ভরা পাহাড়
রেখেছো ধুলিময় মরুভুমি,যেখানে প্রকৃতির ঝড়,খড়া,বন্যা মেঘে ভরা কালো আকাশ বিদ্যমান।
ইদানিং একটি দ্বীপের সন্ধান পেয়েছি,যেখানে বসে
সুর ও ছন্দে কবিতা লিখেছিলে প্রেম ভালোবাসা নিয়ে
এখন দেখছি সে সব স্মৃতি শুধু গল্প হয়েই থেকে গেলো।
কত অর্থ,কত শ্রম দিয়ে সমস্ত ভুবন ঘুরে দেখা হলেও
তোমার সেই কাংখিত মন দেখা হলো না,দেখা হল না
তোমার মনের গভীরতা,প্রসস্ত ও রঙটা শুধুমাত্র
একটু আলোর অভাবে,দেখা হলো না তোমার মনের
সমস্ত রঙিন পৃথিবী ঘুরেও, তোমার মনটুকু দেখা হল না
দেখা হল না তোমার মনের সাগর নদী পাহাড়  ,
শুধু একটু আলোর অভাবে ,দেখা হলো না তোমার
মনের বিরহভরা রাজবাড়ি।