একটি হাসিমুখ (২৫২৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৬-২০২৪ ইং
=========================
একটি হাসিমুখ দিতে পারে মধুর সুখ
একটি হাসিমুখ দূর করে মনের দু:খ।
একটি হাসিমুখ যদি দেখে সারা বেলা
দূর করে মনে-প্রাণে আছে যত জ্বালা।
একটি হাসিমুখ ভুলিয়ে রাখে মায়ামন
গুছিয়ে দেয় জীবনের অভাব অনটন।
একটি হাসিমুখ জ্বালায় হৃদয়ে আলো
মুছে দিবে মনের দুরভিসন্ধি যত কালো।
একটি হাসিমুখ যতশত হাজার বেদনাতে
শান্তির ছাঁয়া লাগায় তুলতুলে কচিহাতে।
একটি  হাসিমুখ  কখনো কল্পনায় আসে
সবার অজান্তে সে দেদারছে ভালোবাসে।
একটি হাসিমুখ যদি অবস্থান করে  ঘরে
সেই ঘরের মধ্যে সদা শান্তি বিরাজ করে।
একটি হাসিমুখ পেতে চাই সতত আমি
সারা হৃদয় জুড়ে মুখটি হীরার চেয়ে দামী।