একটা বেয়াদব দেখছি (২৫২৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৬-২০২৪ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
একটি বেয়াদবের সাক্ষাৎ মিললো
তার বেয়াদবির প্রক্কালে,
তারে উপস্থিত সবাই উপধি দিয়েছে
ও আসলেই বেয়াক্কেলে।

সুধীজনেরে সম্মান করতে জানে না
উচ্চবাচ্য ভাবে কথা বলে,
সবাই ভাবে সে নাকি মুর্খ অশিক্ষিত
তাই আবল তাবল বলে।

মুখের উপর তর্ক করে মুর্খের মত
সামান্য কথাবার্তা লইয়া,
রুঢ়্মার্কা আচরণ মনেতে বিঁধে
সব মানুষ থাকে চাইয়া।

নিজের গৌরব প্রসংশায় পঞ্চমুখ
নিজেকে ভাবে অনেক বড়,
তাহার সামনে কেহ কথা বলে না
তার ভয়ে নাকি সবে জড়সড়।

ছোট বড়কে স্নেহ সম্মান করে না
বেয়াদবের মত কথা বলে,
নিজেকে অনেক বড়সর ভাবিয়া
সে  ঘার বাঁকা করে চলে।