একক মতামত (২২৯৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-১০-২০২৩ ইং
=====================
হুটহাট করে একক সিদ্ধান্ত
টালমাটাল অবস্থা,
স্বাভাবিক অবস্থায় ফিরতে
কি নিবেন ব্যবস্থা?

মহা-বিপদ মাথার উপরেই
ড্রোনের মত ঘুরছে,
ওই দোনাল বন্দুক তাকেই
স্থানে কতশত মরছে?

চোখে দেখবেন সর্ষেফুল
হৃৎপিণ্ড বাজিমাত,
সাহস শক্তির ভালাই নাই
ওই প্রভুর নেই হাত ।

একক শক্তি ক্ষমতার বলে
মতামতের বালাই নাই,
যেদিকে চায় সেদিকে তারা
এক মতের পক্ষে তাই।