একজন অলিউল্লাহ (২৫১০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৫-২০২৪ ইং
===================
আদর্শবান সৎ মানুষ অলিউল্লাহ ভাই
উপজেলা নির্বাচনে তার তুলনা নাই।
শিক্ষিত মার্জিত মানুষ নম্রভদ্র স্বভাব
মানুষের সেবায় তার মনের নেই অভাব।
মধুর আচরণ কথাবার্তা সবাই ভালোবাসে
সেবামূলক সকল কাজে জনগনের পাশে।
বিলাস বাড়ি গাড়ির প্রতি তার নেই লোভ
কাহারো প্রতি করে নি জোর জুলুম ক্ষোভ।
উপজেলায় বড় বড় স্থাপনা তাদের জমিতে
সত্য কিনা জিজ্ঞেস করলে পারবে জানিতে।
বড় মনের নেতা তিনি সবার আছে জানা
সদরে প্রার্থী বিবেচনায় তার তুলনা হয়না।
অর্থের প্রতি লোভ নেই সবাই স্বীকার করে
তার নমুনা দেখতে পাবেন গেলে তার ঘরে।
হিংসা বিদ্বেষ তার অন্তরে নেই যে একবিন্দু
তার অন্তরের পরিধিটা যেন সাগর সিন্ধু।
সমালোচনা করার মত কোন মানুষ নাই
সত্য সুন্দর মায়াবী মন কোথায় গেলে পাই?