এখন তুমি কোথায়? (২৩৮৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি
১৭-০১-২০২৪ ইং
********************
তুমি কোথায় থাকো গো,
কোন জেলায় যে বাস?
বার বার পড়ি লাল চিঠি
তবুও পুরে না আশ।
মাঝে মাঝে ফেইজবুকে
ওই উকিতে দেখি চোখে,
মায়াবী তোর ডাগর চোখ
পাগল কি যেন শোকে।
সতত বলি তোকে যে আমি
তুই জীবন সংগীনি হবে,
তোর মনের সকল বেদনা
আমার কাছে কি কবে?
প্রথম হয়তো সারা দাওনি
শুধু নীরবে থাকতে তুমি,
আয়ত লোচন চোখ তোর
সতত মন ছিল মরুভুমি।
অনেক কথার পর মুখ খুলে
ছোট আসল কথা বলে,
মনের যত বেদনার কথন
আস্তে সামনে আসে চলে।