একবিন্দু ভালোবাসা দাও (২২৭৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৯-২০২৩ ইং
=================
পরাটা চায়ে সুখের চুমুক
ঠোঁট পোড়ানো হাসি,
ভুল-ভ্রান্তি থাকার পরেও
তোমায় ভালোবাসি।

কিছু একটা খাবার চাইলেও
শেয়ার করি তোর সাথে,
মুখের  ভিতর যেতে চায় না
কেমনে তোকে রেখে।

তুমি কাছে থাকলে শান্তিতে
থাকি তিলোত্তমার বুকে,
কেমন করে তোকে যে পেয়ে
থাকি মহা শান্তি ও সুখে।

কথায় কথায় কাব্য লিখছি
ওই অনুভবে ঘরে ডুকে,
ঝর ঝাঁপটা সব কাটিয়ে
ছুটছি কাব্য মন বুকে।

অভিমান করে সাত রঙে
হৃদয়ে ছবি আঁকছি,
আমার বুকে ব্যথা পাহাড়
কার জিম্মায় রাখছি।

ভালোবাসার সুখ পাখিটা
সংগোপনেই থাকুক,
মনের কোনের ভালোবাসা
বুকে লুকিয়ে রাখুক।