এক টুকরো আয়না (২৫৬৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৭-২০২৪ ইং তাং
======================
আমি নিজের মুখখানা দেখবো বলে-
রোজ আয়নার সামনে দাঁড়াই,
আমি যা করি আয়না তা দেখিয়ে দেয়
যদি চুল আঁচড়াই তাও দেখায়, যদি
বদনে, চোখে, ঠোঁটে-ক্রিম,আইভ্রু,ঠোঁট পালিশ দেই
তাও অবিকল দেখিয়ে দেয়,যেভাবে চাই।
একদিন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো বলে
আয়নার সামনে সাজতে দাঁড়াতেই
আয়নাটা আমাকে বলে উঠলো আপু
তোমার সুন্দর চেহারা মুখটা তো রোজই দেখি
কোনদিন তোমার অজানা হৃদয় খানা দেখাস নি কেন?
আমি হাসলাম আর মনে মনে ভাবলাম,
কি বড্ড বোকা আয়নাটা-আমি তো সেই
প্রথম দিন থেকেই তোমার মধ্যে খুঁজছি আমার
চার রঙের মনখানা দেখতে পাবে,আজ তুমি বলে
উঠলে আমি মন দেখিনি, দেখছি শুধু মুখ।
আমিও বুঝেছি তুমি তো এক টুকবো লুকিং আয়না।