এক বৃদ্ধাশ্রামের গল্প (২৪৩৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৩-২০২৪ ইং
=================
চার ছেলের জনক তিনি
পেশা ছিল ডাক্তার,
সকল ছেলে আমেরিকায়
বৃদ্ধাশ্রমে ঠাঁই তার।
দুই ছেলে সরকারী ডাক্তার
থাকে আমেরিকা নাকি,
দুই ছেলে নাকি ইঞ্জিনিয়ার
বিয়া করার আছে বাকি।
বৃদ্ধা ছিল ঢাকা মেডিকেলে
সরোয়ারদির ডাক্তার,
বারডেম থেকে অবসরে নিল
এখন বৃদ্ধাশ্রমে ঠাঁই তার।
যোগ্য ছেলেরা খোঁজ নেয় না
যোগ্য ডাক্তার পিতাকে,
অবশেষে বৃদ্ধ পিতার ঠিকানা
ওই ঢাকার বৃদ্ধা আশ্রামে।
বৃদ্ধ পিতা কেঁদে কেঁদে বলেন
ছেলেরা খোঁজ নেয় না,
মোবাইল সিম পরিবর্তন করছে
তার সাথে কথা কয় না।