এক বৈশাখের স্মৃতি (২৪৭৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৪-২০২৪ ইং
===============
আচমকা যদি দেখা হয়ে যায়
চিনবে কি তুমি তখন?
ভালো লাগার চিনা মুখখানি
লাগবে আগের মতন।

সেদিন সাক্ষাত হলে বলবে তুমি
কে এলো এই ভরদুপুরে?
মুখখানি তুমি আঁচলে ঢেকেছো
তবুও আছো মনমুকুরে।

হৃদয়ে রেখো নি এইতো সেদিন
আমরা খেলছি দুই জনে,
হাড়ি পাতিলের পুতুল খেলায়
কতবার সেজেছি বরকনে।

টুকিটাকি কথার জের ধরে কত?
দুইজনে করেছি অভিমান,
সেই অভিমান ভাঙতে সেদিন যে
সেজেছি হরেক রঙের সং।

মাঝে মাঝে তোকে বুকে জড়ায়ে
বুঝাতাম আমরা ঠিকই আছি,
কাগজের নৌকা পুতুলের বিয়ের
মতন বউ বউ খেলা খেলেছি।

তুমিতো জড়ায়ে আমায় বলতে যে
কেন খেলছি এমন সব খেলা?
সেদিন থেকে কত বছর কেটেছে
হারিয়েছি কত বৈশাখি মেলা।

মাঝে তুমি হলে পরের বাড়ির বউ
তাই হয়েছি দু'জন দুজনার পর,
ভেবে দেখো তুমি কেন এমন হলে
পিছনে কি ছিল কারণ তার?

সেই থেকে আমি বুকে পুষিয়েছি
তালে তিলে গড়েছি মনোঘর,
বিনা দ্বিধা দ্বন্ধে আমার মনমন্ধিরে
ছিল যে প্রবেশের অধিকার।

জীবন সবকটা চাবি ঘুরালেই পাবি
কোন বৈশাখের স্মৃতির এলে,
মনের আয়নায় ভেসে উঠবে স্মৃতি
খেলেছি পুতুল খেলার ছলে।