ঈদের ঘনঘটা (২৮১৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৩-২০২৫
==================
ঈদের হাওয়া বইছে ধরায়
আজ সবার মুখে মুখে,
ঈদ হলেই কবরবাসীরা কিন্তু
থাকবে না আর সুখে।

ঘরে ঘরে আজ ঈদের হাওয়া
কেনাকাটায় পড়ছে ধুম,
শিশু কিশোর আবাল বৃদ্ধদের
ঈদ আনন্দে নেই যে ঘম।

কেহ কিনছে শাড়ি আর চুড়ি
যার যার পছন্দ মত,
নকশা দেখে মেহেদী লাগায়
ব্যবসায়ীরা ফুর্তিরত।

কেউবা সেমাই লুডুস কিনছে
খাইবে আনন্দ করে,
গরীব দু:খীদের খবর নেয় না
কি আছে ওদের ঘরে।

ক্রেতার ভীরে মার্কেটে ভর্তি
নারীদের উপস্থিতি বেশী,
কেনা কাটার হিরিক পরছে
পোশাক কিনে রাশি রাশি।

ব্যবসায়ীদেরও  ঈদ আনন্দ
ভালো বেচাকেনা করবে,
সারা বছরের যা লাভ না করে
ঈদের বাজারে করে ছাড়বে।