ইচ্ছেরা হরেক রকম (২৭১২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-১২-২০২৪ ইং তাং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আমার ইচ্ছেরা মিলছে ডানা প্রজাতির মতো
আপন গতিতে গড়তে শিখি চেষ্টায় থাকি রত।
আজকে না হয় কষ্ট হবে ভবিতে মিলবে সুখ
অন্তর পূর্ণমিলন আনন্দেতে হারিয়ে যাবে দু:খ।
অখিল জুড়ে হাসবে তাঁরা ভালো মানুষ যদি হই
আমার ব্যক্তিত্বে উঠবে ফুটে বিশ্ব নন্দিত এক জুঁই।
কঠোর পরিশ্রম ব্যতিত কেহই হতে পারে নি বড়
সত্য কথা বলতে শেখো সতত মিথ্যা কথা ছাড়ো।
আমার ইচ্ছের সব মৌমাছিরা স্বপ্ন দেখে রোজ
ন্যায় নীতির পথে চলি কিনা রাখে তারই খোঁজ।
সতত সহানুভূতি, মানবতা থাকে আমার মনে
অহংকার বিদ্বেষ ভুলে গিয়ে চলি সবার সনে।
ভুমে আমার কোন শত্রু নেই সবাই আপনজন
সবার মাঝে বিলাতে চাই মিতালী ও শুভক্ষণ।
স্নেহ মায়া মমতা ভালোবাসায় বিলিয়ে দিব দেহ
আমার কাছে ধনী গরীব সমান, বৈরী নয় কেহ।
সহজ সরল ইচ্ছে করো তবেই গর্বে ভরবে বুক
সব - মানুষের মত স্বপ্ন দেখো তবেই পাবে সুখ।