এ কেমন বন্ধু (২৩৪৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-১২-২০২৩ ইং
****************
লোক দেখানো ভালোবাসা
সে তো ভালোবাসা নয়,
পর্দার আড়ালে কেমন করে
অন্যের গুনে ব্যস্ত রয়।
সামনা সামনি ভালোবেসে যায়
পিছনে বদনাম বলে,
সমাজে এই ধরনের মানুষটাকে
উবাই মোনাফেক বলে।
ব্যক্তির সম্মুখে তার গুনগানকে
কি মন্তব্য করে যাবেন?
এমন প্রকৃতির মানুষের সংখ্য
মুখোশ অন্তুরালে পাবেন।
যেই বাসনে খানা খেয়ে যাবে
সেই প্লেটে করে বাথরুম,
এই প্রকৃতির সুজন বন্ধুর জন্য
কেড়ে নেয় যে রাতের ঘুম।