দুর্লভ ইলিশ (২৪২১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০২-২০২৪ ইং
===================
ইলিশ এখন খেতে পারে না
ধনী বড়লোক ছাড়া,
প্রয়োজন মত তারাই খাক
নিম্নবিত্ত লক্ষীছাড়া।
এই মাছ এখন বড় লোকের,
ঘুষ গ্রহনকারীর খাদ্য,
সুদ ঘুষ ও দুই নম্বর ব্যতিত
বাপ দাদাদের শ্রাদ্ধো।
নদীতে এখন নাইরে ইলিশ
আছে ইলিশের গন্ধ,
তাজা ইলিশ কেহ খাওয়ালে
এই সময় হয় না মন্দ।
সামান্য টাকায় যায় না কেনা
খাইতে পাবে না কিনে,
নিন্মবিত্ত খাইতে পারে না যে
হাজার লক্ষ টাকা বিনে।
এখন পায়ড়া ও বিষখালীতে
পাওয়া যায় না ইলিশ,
গভীর সাগরে খোঁজ মিলে যে
রূপালী তাজা ইলিশ।