দুঃখ দিয়ে সুখ পাও যদি (২৩৩৪ তম) গীতি কবিতা
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-১১-২০২৩ ইং
**************************
দুঃখ দিয়ে সুখ পাও যদি বন্ধু
যত খুশি ব্যথা দিয়ে যাও,
দুঃখের উপর দুঃখ দিয়ে বন্ধু
তুমি কত যে সুখ পাও।।
আমি,তোমার সুখের লাগিয়া
সব দুঃখ মাথা পেতে নিব,
বন্ধু,তবুও তোমার মুখের হাসি
সুখের নীড় বাঁধিয়া দিব।।
তোমায় ভালোবাসি গো বন্ধু
আমি তোমায় ভালোবাসি,
সকল দুঃখ আমায় দিয়ে যাও
তবুও দেখবো মুখের হাসি।।
আমার শূন্য হৃদয় ভরিয়া দাও
তোমার দুঃখের পাহাড় দিয়া,
যুগ যুগ ধরে সুখে থাকিও বন্ধু
আমার সকল হাসি নিয়া।।
আমি দুঃখের সাগরে ঝাঁপ দিব
বন্ধু তোমার সুখের জন্য,
তোমার সুখের মুখের হাসিতে
আমার কষ্টের জীবন ধন্য।।