পতি আমি তোমার অঙ্গনা-
    কেন অহেতুক চুকলি কর?
সুতার গিটঠু নয় যে
    এত সহজেই পচে যাবে।

মরদের সাথে রাগ করিয়া-
    রামা যদি চলেই যায়,
সাহসী মেয়ে  বলি কি করে
     দিবে ধৈর্যের পরিচয়।
    

কান্ত বনিতার মিলনমেলায়-
    ধরায় স্বর্গ রচা যায়,
বৈপরিত্য ভাব জন্মিলে ই
     অরাতির ভাব জন্মায়।

তপন যেমন দিনের বেলায়-
     আলো বিলিয়ে যায়,
দূয়ের মাঝে মিলের অভাব
     সর্ম্পকের ছেদন হয়।

দার,নাথ যে তোমারই মনিব-
    এ কথা ভুলে গেলে কি চলে?
হারির কাছে হারি থাকিলে
    একটু সংঘাত লাগিতে পাড়ে।

মনুষ্যের মাঝে ভুল হতে পাড়ে-
     তাই বলে ছেদন হতে পারে না,
পতি-পত্নির মাঝে ভুল বুঝাবুঝি
     চিরদিন থাকিতে পাড়ে না।