দৃষ্টি কটু (২৬৮০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-১১-২০২৪ ইং তাং
==================
স্বার্থ আদায়ে পুঁজা মন্ডপে
ইসলামিক গান গায়,
মন কাড়ার তরে অনইসলামিক
কাজের সুযোগ চায়।
গীতা পাঠ করে কি বুঝালেন
উপস্থিত জনতাকে?
নাকি মনের কোনে লুকানো স্বার্থ
দেখায় সাধারণকে।
ইসলামিক গান গীতা পাঠ যদি
শুকরিয়ার সুরে বলে,
মুসলমান হয়ে পুঁজামন্ডপে কেন
আল্লাহর শুকরিয়া চলে?
আবেগের বশিভূত হয়ে অনেকে
না-জায়েজ কিছু বলে,
বুঝতে হবে মুসলমান হয়ে এখন
আবেগ স্বার্থের যাতাকলে।
বেশী আবেগে বিপত্তির কারণ
ঘটার সম্ভাবনাই বেশী,
নিজেকে জাহিরের তরে আবেগ
ঠাট্টার কারণ রাশি রাশি।