ধৈর্য্যের প্রতিদান(২৭৬৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-০১-২০২৫ ইং তাং
**********************
ভাগ্য কার বদলাবে কখন কিভাবে?
প্রভু ব্যতিত কেউ তো জানে না,
তুমি সবর করিলে সফল কাম হবেই
ধৈর্য্যচ্যুত হয়ে আশা ছেড়ো না।

মহাগ্রন্থ কুরআনে আল্লাহ বলেছেন
কষ্টের পরেই আসে অসীম সুখ,
অতএব আল্লাহর উপর বিশ্বাস রেখে
তবে আল্লাহর রহমতে ভরবে বুক।

আল্লাহতো অসীম রহমতের মালিক
তার কাছে রিজিকের অভাব নাই,
তুমি ডাকার মত যদি ডাকতে পারো
দিতে পারেন আল্লাহ মালিক সাই।

কোরআনে আল্লাহ নিজেই বলেছেন
তোমার জীবন হবে অনেক সুন্দর,
ধৈর্য্য ধারণ করে কাজ করতে পারলে
ইহার জা-জায় জুড়ে যাবে অন্তর।

ধৈর্য্য ধারনকারীকে প্রভু পছন্দ করেন
ইহার পুরুষ্কার দিবেন নিজ হাতে,
মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ আছে
ওরে মুসলমান সন্দেহ নেই তাতে।