দোষী (২৬৬৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-১০-২০২৪ তাং
================
দোষ করেছে বড় বাবু
দোষী ছোট কাকা,
এই সমাজের মানুষের
মন স্বভাবতই বাঁকা।
হাঙ্গরের গ্রাস এত্ত বড়
বোয়ালও  হার মানে,
এই কথাটি দেশবাসীরা
ফলাউ করেই জানে।
যত্ত দোষ সব নন্দ ঘোষ
এই কথাটিই সত্যি,
এ পরিস্থিতিতে এ কথাটি
মিত্যা নয় এক রত্তি।
বাবার দোষে সন্তান দোষী
প্রচলন সমাজ দেশে,
এক মাঘে যে শীত যায় না
এর উপলব্ধিটা শেষে।
যে নিয়মে দোষীরা খুশী
শিখিয়ে দিলেন দাদু,
সে নিয়ম আসবে ফিরে
দোষী হবেন সাধু।