দোষের হাসি (২৬০২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৮-২০২৪ ইংতা
===============
মূখে হাসো দোষের হাসি
মনের ভিতর বিষ,
যাকে মারবে তারই সাথে
করছো পরামিশ।

চায়ের টেবিলে রসের গল্প
হাসি তামাশায় খায়,
রাতের আঁধারে চুপি চুপি
জেলের ভয় দেখায়।

গোর শত্রুকে বুঝতে দেয়না
খেলছে দাবা খেলা,
তার ফ্রেশ হাসি মিষ্টি ঠোঁটে
মিটায় মনের জ্বালা।

যাকে মারবে তাকে নিয়ে সে
খায় রুটিপিঠা গোস্ত,
মধুর মধুর আলাপ চারিতা
ভাব দেখায় তারা দোস্ত।

সুজন সাজিয়া বসছে পাশে
রূপে কতই না সুন্দর,
ব্যথার হাসিতে সুন্দর বদনে
বিষ ভরা তার অন্তর।