ধর্ষিতা হতে চাই না(২৬০৫ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
তাং ২৯-০৮-২০২৪ ইং
===================
সংগ্রামী নারী সাহসের সহিত
বলে আমরা ভয় পাই না,
ওরা বন্দুকের তাক যতই করুক
আর ধর্ষিতা হতে চাই না।
সম্ভম হারিয়েও চুপ থাকেন নি
প্রতিবাদী হলেন মা,নারী,
গ্রেফতারের ভয়ে ভীত ছিলনা
কখনো ত্যাগ করে নি বাড়ি।
দৃঢ় চিত্তে উচ্চ কলরবে বলেন
প্রতিবাদ করেও যদি মরি,
জীবন আমার মহা ধন্য হবেন
সেই কথাই মনে যপ করি।
সব লড়াকু নারীকে শ্রদ্ধা জানাই
মাথা শ্রদ্ধায় করি অবনত,
হটিলে ওরা দেশে ঘোষণা দিবেন
খারাপ শাসন আছেন যত।