ধর্মের রাজনীতি (২৫৩৬তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৬-২০২৪ ইং তাং
==========================
স্বাধীন দেশের মানুষ,স্বাধীন ভাবে চলি
সরল মনে মনের কথা সাহস করে বলি।
এই সমাজে ছড়িয়ে আছে নোংরা রাজনীতি
সকাল থেকে রাত অবদী অনাচার দূর্নীতি।
ভালো মানুষের মূল্য নেই এই সমাজে আজ
অযোগ্য টাউট বাটপার এই সমাজের রাজ।
নীতি কথার ভাত নেই চাটুকারের বাজারে
দূর্নীতিবাজ বিত্তবানরা নিয়ন্ত্রন করে রাজারে।
ছোট মুখে বড় কথা বলতে পারে বেশী বেশি
তার পক্ষ নিয়ে আইন ফাইন করে রাশি রাশি।
সাধু ভন্ড স্বার্থের লোভে একত্র হয়ে কথা বলে
সত্য ধর্মের ভাত নেই দেশ মিথ্যার জোরে চলে।
অর্থ ও বাহুর জোরের পক্ষে সবে করে অবস্থান
গন্যমান্য ও সম্মানিতদের আজ করছে অপমান।
পক্ষপাতী ও ধর্মের রাজনীতি চলছে দেশ জুড়ে,
কুসংস্কার,অন্ধবিশ্বাস সমাজ ঠেলছে অন্ধকারে।
মানবিক চেতনা হারিয়ে গেছে ধর্মে হয়েছে অন্ধ
ন্যায় নীতি যে ভুলে গিয়ে বেহুশ অন্ধ ধর্মের গন্ধ।
অর্ধ শিক্ষিতরা দেশ চালায় এ আধুনিকতার যুগে
চুষছে দেশ ভুগছে জনতা নিরপেক্ষ ধর্মের রোগে।