ধোঁকা (২৩১১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-১১-২৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
একের পর এক ধোঁকা দিচ্ছে
স্বার্থ চরিতার্থের লাগি,
সঠিক সময় কেউ নেই পাশে
সব দূর দূর করে বাগি।
আশ্বাসের পর আশ্বাস দিচ্ছে
ওরা পেটে দেয় না কিছু,
চিলের পিছে উড়ে উড়ে চলি
আশ্বাসের বানি শুধু মিছু।
কড়ায় গন্ডায় হিসেব করছে
রসের গোলকের মজা,
সঠিক হিসেব কেড়ে নিতেছে
বিনাশ্রমে খাইবে খাঁজা।
ওদের প্রয়োজনীয় স্বার্থ নিয়া
হররোজ টানাটানি করছে,
কে নিবে আগে কে নিবে পরে?
প্রতিযোগিতা করে মরছে।
কিছু দিতে চায় না নিতে চায়
দিতে চায় না সুরেশ তেল,
এই নিয়ে শুধু বাক-বিতন্ডায়
নাড়ু মাথায় ফাঁটায় বেল।
ওরাও ওস্তার মত হিসেব করে
কাটছে ঠিকঠাক মতো,
কয়লা ধুইলে কালি কি যায়?
সরে না মনের যত ক্ষত।
ধোঁকা দিয়ে বোকা বানিয়েও
মনে সুখ সাচ্ছন্দ্য পায় না,
পেলেট ভর্তি খাবার দিলেও
পেট পুরিয়ে ওরা খায় না।