দীর্ঘাকার রেমাল (২৫১৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৫-২০২৪ ইং
====================
ইতিহাসের দীর্ঘাকার ঘূর্ণিঝড়
নাম দিয়েছেন রেমাল,
গাছপালা বাড়িঘর ভেঙে তচনচ
ক্ষতি পরিমাণ বেসামাল।
একটানা বাতাস ও বৃষ্টির বেগ
প্রায় চব্বিশ ঘন্টার মত,
মানুষের হৃদয় ভেঙে চৌচির প্রায়
রাস্তাঘাট ক্ষতবিক্ষত।
বিদ্যুতের খুঁটি ভেঙে উপড়ে পরেছে
লাইনের তাঁর ছিঁড়ে বিচ্ছিন্ন,
গাছপালা পরে গায়ের সংযোগ নেই
স্বজনের মোবাইলটাও ছিন্ন।
জোয়ারের পানি আর বৃষ্টির পানিতে
মাঠঘাট পুকুর ডোবা একাকার,
বসত বাড়ির টিনের চাল উড়ে গেছে
মাথা গোঁজার ঠাঁই নেই থাকার।
রেমালের তান্ডব এত হবে ভয়ানক
বরগুনার  মানুষ বুঝে উঠেনি,
মুরব্বিরা বলে এত দীর্ঘাকার বন্যা
একশ বছরের হায়াতে দেখেনি।