দ্বিমত (২৫৯৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০৮-২০২৪ ইং
*******************
যে জাতি নিজের ভাগ্যে উন্নায়নে
মোটেই চেষ্টা করে না,
সে জাতির ভাগ্যে উন্নায়ন কখনো
আশা করতে পারে না।
ভাগ্যের চাকা ঘোরাতে হবে নিজের
প্রাণপণ চেষ্টায় মাধ্যমে,
নচেৎ কোন জাতির ভাগ্যে উন্নায়ন
কখনো হইবে না জীবনে।
নিজের ভাগ্যে উন্নায়নে নিজেকে
সতত চেষ্টা করতে হবে,
এই সমাজের এই দেশের অভুতপূর্ব
মান উন্নায়ন ঘটবে তবে।
এই থিউরি স্বেচ্ছাচারী স্বার্থপর বটে
যাহার সাথে একমত নয়,
যাহার কারনে দেশে চলমান পরিস্থিতি
জীবন মানের ঘটে ক্ষয়।
নিজ জাতির কথা বলতে গেলে নিজের
স্বার্থের কথা জড়ানো থাকে,
নিজের স্বার্থ চরিতার্থের করিলে ভাই
তার দূর্ভাগা কে রোখে?