দেশের ভবিষ্যৎ (২৭৩৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০১-২০২৫ ইং তাং
========================
নব বর্ষের উল্লাসে মত্ত নবীন প্রজন্ম
মদের নেশায় হারিয়ে পাগল পারা,
মনুষ্যত্ব বিকিয়ে দিচ্ছে কিঞ্চিৎ দামে
নর্তকী নিয়ে অশালীনে মত্ত তারা।

শিক্ষিত মার্জিত হে নবীন তরুনীগন
সমাজ আর কত নোংরামি করবে,
থেকে গেছে সূর্যের আলোকবর্তিকা
বেশী বাড়লে কুপোকাত হয়ে মরবে।

লজ্জায় মুখ ঢেকেছে সমাজ নেতারা
নীরবে অশ্রুসিক্ত নয়নে কেঁদে মরে,
নর্তকীর নাচের তালে ও সূরার গন্ধে
বাংলাদেশের  মাটি কাপে থর থর করে।

আজ ভীষণ লজ্জা শরম পাওয়ার কথা
নেশা করে অচেতন হয়ে পড়ে ঘাটে,
সৃষ্টির সেরা জীবের এরূপ অবস্থা দেখে
বন্যের খেক শিয়াল হাসে পোরা ঠোঁটে।

নবীনরা আধমরা আজ ভবিষ্যতের স্বপ্ন
তাদের প্রত্যাশা সব রূপকথায় গল্প,
বিবেকের ঘরে কে যেন দিয়েছে তালা
সম্মান আজ বেঁচে আছে খুবই অল্প।

সমাজে চাইনা এমন কুলাংগার সন্তান
এর চেয়ে ভাল আঁটকুড়ে হয়ে থাকা,
কলঙ্ক আর লাগে না আর এ কপালে
ফাঁকা ময়দানে না হয় থাকবো একা।