দেশ ভালো আছে(২৫৬০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৭-২০২৪ ইং
=================
দেশটা এখন ভালোই আছে
আগের চেয়ে বেশী,
সেই কথাটি সাধারণ মানুষ
বলছে বেশি বেশি।
টাকা পয়সার অভাব নেই
নেই খাবারের অভাব,
সিন্ডিকেট ব্যবসায়ীরাদের
এটা নাকি তার স্বভাব।
দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলেও যে
কিনতে হিমসিম খায় না,
উৎপাদন যে বৃদ্ধি পেয়েছে
মালের ঘাটতি হয় না।
কেউ বলে ভোট স্বাধীনতা
এখন নেই যে দেশে,
বাক স্বাধীনতানতার ভালাই
আছে মিথ্যার আশ্বাসে।
খাদ্যে স্বয়ংসম্পুর্ন এ দেশে
খাদ্যের ঘাটতি নেই,
বিদ্যুৎ চলছে যে মোটামুটি
গাঁয়েও হাউকাউ নাই।
সমস্যা শুধ একটাই ভাই
কিনতে হয় বেশি দিয়ে,
বেসরকারি শিক্ষকেরা
আজ পড়ছে ঝিমিয়ে।