দেশ জনতা (২৫৯৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৮-২০২৪ ইং
==================
দেশ জনতার মনের কথা
দেশটা চলুক ভালো,
ঘোর অন্ধকার কেটে গিয়ে
জ্বলুক দেশে আলো।

এমন কাজ না করি কেউ
যাতে অশান্তি বাড়বে,
দেশের আইন সুযোগ পেলে
তারে কি আর ছাড়বে?

দেশ জনাতার মনিটরিং এ
নজর কারা চোখে,
সকল জনতা ফুঁসে উঠলে
তারে কে আর রোখে!

শাসক যেন শোষক না হয়
এটাই সকলের কাম্য,
এমন কিছু না করাই ভাল
যাতে নষ্ট দেশের সাম্য।

দেশ জনতা কিছু চায় না
চায় যে দেশে শান্তি,
শাসক যেন প্রতিহিংসায়
দেশে করে না অশান্তি।

হরিলুটের বাতাশা খাওয়া
দেশ জনতা চায় না,
শান্তির মিশন গড়বে দেশে
এটা জনতার বায় না।