ডানার পরিণাম (২৬৭১তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-১১-২০২৪ ইংতাং
================
উই পোকার ডানা গজালে
উড়িয়া পুড়িয়া মরে,
কিছু পোকা বুদ্ধিমান ভেবে
পরের মাথায়  চড়ে।
নিজেকে নিজে বিশ্বাস করে
অপরকে ভাবে বিদ্বেষী,
বিপদে পড়লে কাকে বলে না
খালি খালি করে দোষী ।
ওই নীরহ যারা ঘুরছে তারা
তাই সে ভাবছে বোকা,
অপরাধের মাত্রা ছড়িয়েছে
চোখের আঙ্গুলে ধোকা।
বেশী ভালো যে ভালো নয়
যা হচ্ছে অতিরঞ্জিত,
সাধারণ জন সুযোগ পেলে
আপনাকে করবে বঞ্চিত।
মেঘের পরেই রোদ আসবে
সকালে সূর্যের হাসি,
পাখনা মেলা মেধাবীদেরকে
অনেক ভালোবাসি।