দানের ছবি আঁকছি কবি (২৬০৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
তাং ৩০-০৮-২০২৪
================
বিপদ কুলে ত্রাণের মূলে
মোবাইল নিয়ে সেলফি তুলে,
ফেইজ বুকেতে ছাড়ে,
পানির তোড়ে বৃষ্টি ওরে
রঙ স্নাপচাট কোন আমোদে
যেনো ভিউজ বাড়ে?

সেলফির আগে হিরিক লাগে
ছবি তুলতে বিবেক জাগে,
মহানন্দে মহা সুখী,
ত্রান সামগ্রী মানুষের দানে
ছুটছে মানুষ সেবার টানে
বাঁচুক গরীব দু:খী।

টাকা পয়সা সোনার ভরি
থাকার পরেও খিদেয় মরি,
তবু খেতে পায়না তারা,
ভিক্ষা নয়রে আসলে শিক্ষা
ঘোর বিপদে ত্রানে দীক্ষা
হায় একি সেলফির ধারা।

সেলফি ছাড়ো বিপদ তাড়ো
পারলে সেবায় ত্রান বাড়ো
ভেদাভেদ না করে,
সকল শ্রেনীর পুরুষ নারী
আবাল বৃদ্ধা যেটুকু পারি
দানের সেলফি ওরে।