ধান্ধাবাজ (২৬৭৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-১১-২০২৪ ইং তাং
==================
আমি ছেলে কাজের বেটা
শরীর আমার হৃষ্টপুষ্ট,
আমার কাছে পাড়ার সবে
সবই ছিলো অসন্তুষ্ট।
বড় হয়ে ভদ্রের মুখোশেতে
আমি করছি ধান্ধাবাজ,
লোভে পরে খারাপ কাজ
করতে ছিল না  লাজ।
অভিজ্ঞ হয়ে ভদ্র সেজেই
করেছি অনেক ধান্ধা,
নিজ স্বার্থ চরিতার্থ করতেই
অর্থের প্রতি ছিল আন্ধা।
রক্তের টান তালাক দিয়েই
লোভের তরে করছি কাজ,
বাবার পথে পা বাড়াতেই
ছিলো না কর্মের পথে ভাজ।
মরণের চিন্তা বাদ দিয়েছি
আত্মস্বার্থের তরে আমি,
বাবা ছিলেন বড় এক নেতা
তাই এমন ছিল পাগলামি।
শেষ বয়সে উপনীত হয়েও
করি নি সঠিক কাজ,
পরকালের চিন্তা বাদ দিয়ে
করে যাচ্ছি ধান্ধাবাজ।