দাইয়ুস নম্বর এক(২৪৬৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৪-২০২৪ ইং তাং
================
যে নারী বেপর্দায় চলে
স্বামীর কথা শুনে না,
সে নারীকে দায়ুস বলে
আল্লাহকে মানে না।

সারাদিন ঝগড়ায় লিপ্ত
গায়ে পড়ে কটুকথা,
স্বামীকে এমন আচরণ
জাহান্নাম তার যথা।

নামাজ রোজা করে না
স্বামীর হুকুম মানেনা,
কোথায় গেলে স্বামীর
হুকুমের ধার ধারে না।

পরকিয়ায় লিপ্ত থাকে
স্বামী থাকতে নারী,
জাহান্নামের বাসিন্দা সে
দোজখে স্থান তারই।

যে নারী পুরুষের সাথে
ঝগড়ায় থাকে লিপ্ত,
মহান প্রভু তাহার প্রতি
সদা থাকেন ক্ষিপ্ত।