সিগারেট (২৬৪০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-১০-২০২৪ ইং
===================
ডাক্তার রোগীকে বললেন
সিগারেট খাবেন না,
রোগী,আপনি তো খান
আপনি খাওয়ার বিধি বিধান
কোথা হতে জেনে নেন?
ডাক্তার-
আমি তো আমার জন্য বলিনি
বলছি আপনার জন্য,
আপনি যদি ধুম পান না করেন
তবে আপনার জীবন যৌবন
হবে মহা সুখেই ধন্য।
রোগী--
আপনার থেকে কি শেখার আছে
রোগী কি জানতে পারবে?
আপনার থেকে পরামর্শ নিলেই
রোগী অকালে যে মরবে।
ডাক্তার:-
আমি বিষ খেলে আপনিও খাবেন
আমি হারাম খেলে খাবো,
আমার কবরে আপনি কি যাবেন?
আপনার জন্য বলছি তবো।
রোগী,ক্ষমতার অপব্যবহার করে
আপনি হালাল রুপে খান যাহা,
ওই খাবার তো আপনার না
অন্যের খাবার চুষে খান তাহা।