ছুটে চলছে রেলগাড়ী (২৫৫৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৭-২০২৪ ইং
=========================
জীবন নামের রেলগাড়ি,ছুটছে দিনেরাতে
কষ্ট লাঘবের চেষ্টা চলছে,সুখ হয় যাতে।
চলছে জীবন ধীর গতিতে,খুঁজতে স্টেশন
কষ্টে কষ্টে জীবন শেষ ,পাইনা আপনজন।
তেল ব্যতিত চলছে গাড়ি,সংগীর কষ্ট নিয়ে
জীবন সংগ্রাম করছে তাই,চোখের জল দিয়ে।
জীবন রেলের পথগুলো যে,শুধুই আঁকাবাঁকা
কষ্টের মাঠে কেউ থাকে না,সাথী ছাড়া ফাঁকা।
প্রয়োজনে এই গাড়িতে,চড়বে সুবিধা নিতে
অপ্রয়োজনে অচেনা করে,থাকবে কষ্ট দিতে।
টিকিট দিবেনা আজীবন, চড়বে এই গাড়িতে
গতিপথ থেমে গেলে, ফিরবে কি এই বাড়িতে?
নতুন গাড়ির সন্ধান নিবে,খুঁজতে অধিক সুখ
পুরান গাড়ির সন্ধান আজ,পাবে অনেক দু:খ।
যত ঝড় তুফন আসুক, চলতেই থাকবে গাড়ি
শত প্রতিযোগিতার মধ্য একদিন প্রাণ যাবে উড়ি।
এ কালের রাস্তা বাঁকা হলেও,পরপাড়ে হবে সোজা
অধিক সওয়াবের আশায়,সঠিক পথটা সোঁজা।
সেই আশাতে বাঁচার লাই,বানায় কত বাড়ি-গাড়ি
মৃত্যু পর্যন্ত চলতে থাকবে,জীবনের রেলগাড়ী।