চুপসে গেলে হবেনডা কি?(২৬৬১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-১০-২০২৪ ইং তাং
=================
চুপসে গেলে হবেনডা কি
ওই লজ্জাবতী গাছ?
একটু পরে আবার দেখুন
আগের মত ই সাজ।
আমি চুপসে তুমি তুপসে
বট বৃক্ষটাও চুপ,
নিজের রক্ষার তরেই বাবু
দিলেন মহা ডুপ।
চোখ রাঙ্গায়ে চুপসে গেল
পাশের কিছু গাছ,
তাই বলে কি সারা বাগান
ছাড়বে না নি:শ্বাস।
ওই লজ্জায় চুপ লজ্জাবতী
সঙ্গীয় গাছেরা নয়,
এখন সবাই ঘুমে আছেন
জাগবে গেলেই ভয়।
লজ্জাবতীর সাথে তামাসা
করলে লাভটা ভালো,
ঘুমিয়ে গেছেন গভীর ঘুমে
জাগবে পেলেই আলো।