চৌমাথার মোড়ে (২৫৪৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৬-২০২৪ ইং
=========================
এখন স্বপ্ন বেচাকেনা রাতের বাজারে
যোগ্যতা জাতপাত অযোগ্য বিচারে।
মানবতা বদ্ধ খাঁচায়  নিরেট বিকারে
স্বার্থ ছাড়া কেউ কাকে চিনতে পারে।

চরিত্র আটকা পরেছে চৌকাঠের মধ্যে
মানুষের কল্পনা লক্ষ্য মাত্রারই ঊর্ধ্বে।
অফিস কার্যালয়ে ক্ষমতার চেয়ার বলে
বসার আগে টিকতে হলে নোট চালে।

ভোট দিবি নোট দিবি রাজার মত চল
আমায় জিততে হবে কি লাগবেরে বল।
লাগিয়ে দিয়েছিস ভেলকি বাজি চোখে
নায়কের ভুমিকায়,খল নায়ক কে রোখে?

শয়তান হয় আজ হতবাগ এ কেমন খেল!
নাড়ুর খালি মাথে  পরে পাকা পাকা বেল।
আসুন সবে মিলে গল্প করি বয়স হলে অল্প
জানাশুনা কোন কিছুতে জ্ঞান রাখি স্বল্প।