চতুষ্পদী (২৭৪৬তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০১-২০২৫
================
কোটি কোটি দামের সোনার চেয়ারে
মানুষ বসলে হয় না দামী,
নামী গুণী মানুষ যেখায়ই বসুক না
হয় সে সবার কাছে সম্মানি।

শকুনের দল যত উপরে উঠুক না
মৃত্যু পশুর দিকে তার দৃষ্টি,
নেক সুরাতে তোমার করবে ক্ষতি
মুখের ভাব তার অতি মিষ্টি।

কুকুরকে যতই ঘি ভাত খাওয়াও
পাও জাগিয়ে প্রসাব করবে,
আসল বৃষ্টার খোঁজ খবর পাইলে
তথায় সে হুমরি খেয়ে মরবে।

ওস্তাকে ধর্মের বাপ ডাকিলেও
সে মাপ মত নুনু কাটবে,
কুকুরকে বেশী ভালোবাসো যদি
যে জিহ্বা দিয়ে মুখ চাটবে।