ছোট্ট টুকটুকি (২৫ ২৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০২-২০২৪ ইং
===================
টুকটুকি মোর খোকনমনি
পরছে দুল হাতে চুড়ি,
কানের দুল এমিটি সোনা,
পরছে জর্জেট শাড়ি।
হাতে করছে মেহেদীর কাজ
দেখে পলক পরে না,
বিড়ালের সাথে গলায় ভাব
তাকে মোটেই ছাড়ে না।
আলতা পায়ে রুপার নুপুর
দৌড়ে পালায় ভরা দুপুর,
তাকে থামানোর আছে কে?
ঠোঁট পালিশে লাল খুকুর।
হায় টুকটুকি আজ অভিমানে
মুখ লুকায় ঘরের কোনে,
দাদা দাদি কেন পরছে ধ্যানে
হাসছে খুকু খুশি মনে।