ছোট্ট নায়ক  (২৭৯৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০৩-২০২৫  তাং
=================
সুযোগ বুঝে গোল দেয়
কিছু নেতা আছে,
ওরা প্রসংশা করে বেড়ায়
বড় নেতার পাছে।

বাপ দাদার নাম নেই যেথা
ছোট মুখে বড় কথা,
এই সব দেখে সাধারনের
মনে জাগে কত ব্যথা।

সভামঞ্চে ভাষন দেয় সে
আঙ্গুল মুখ উচু করে,
বিপদে পরলে হাত পা ধরে
ক্ষমা চায় বারে বারে।

ক্ষমতার যখন পতন ঘটে
ভেজা বেড়াল হয়ে যায়,
অর্থ পেলে লাফ ফাল মারে
সে হালাম হারাম খায়।

স্লোগান দেয় যা তা বলে
স্লোগানে দেয় লাফ,
আইনের কাছে হেরে গেলে
বারে বারে চায় মাফ।

নইট্টার পোলা বড় নেতা
ক্ষতি করছে সমাজ,
এ সব দেখে শরম পায় যে
পড়ে না নেতা নামাজ।

নাম লিখতে কলম ভাঙ্গে
ভাব দেখায় সে নায়ক,
এই অভিনয় গুণীজন দেখে
মনে মনে বলে গায়ক।

এরাই হচ্ছে খুচরা নেতা
দেশের ক্ষতি করে,
হত্যা মামলার আসামী হয়ে
জেলে গিয়ে পচে মরে।