ছোট ছিলাম বলে(২৭৯৪ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৬-০৩-২০২৫
===============
একাত্তরে ছোট ছিলাম,
যেতে পারি নি যুদ্ধে,
স্বাধীনতার তাৎপর্যটা
বুঝেছি বয়সটা বৃদ্ধে।

বাবার কাছে প্রতিনিয়ত
যুদ্ধের গল্পটা শুনেছি,
পাকিদের জবাব দিবো
সেই দিনক্ষণ গুনছি।

কেউ যুদ্ধ করে রক্ত দিয়েছে
কেউবা দিয়েছে প্রাণ,
ছোট ছিলাম বলে আমি
পাই স্বাধীনতার সু-ঘ্রাণ।

শহীদ হয়েছে প্রাণ দিয়ে
কেউবা হয়েছে গাজী,
কেউ নিরন্নকে খাবার দিয়ে
জীবন করেছে বাজী।

একাত্তরে নাবালক ছিলাম
তিন বছরের ছোট শিশু,
কেউ বা নিজের স্বার্থ রেখে
ছুটছে মুক্তিযুদ্ধের পিছু।

কেড়ে নিয়েছে মায়ের সভ্রম
কেহর বুকে করেছে গুলি,
আমি যদি ছোট না হইতাম
উড়িয়ে দিতাম মাথার খুলি।

নদীর স্রোতে এসেছে ভেসে
হাজারো দুর্গন্ধ মরালাশ,
রাইফেলের ওই গুলির শব্দে
বাবার বাঁচা ছিল নাভিশ্বাস।